মাহিন্দ্রা সিং ধোনির হঠাৎ অবসর নিয়ে অবাক হওয়ার কিছুই নেই। তবে বয়সের কাছে হার মানতেই হবে। তবে পুরো ক্রিকেট বিশ্বের সুভ কামনা পেয়েছেন মাহিন্দ্রা সিং ধোনি। এই তালিকায় আছে বাংলাদেশের ক্রিকেটাররাও। করোনা কালীন সময় ১৫ই আগষ্ট ভারতের স্বাধীনতা দিবসে এক টুইটে জানান তার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কথা। কেপ্টেন কোহলী, রায়না, রহিতরা যেমন স্বরন করেছে তেমনি বাংলাদেশের ক্রিকেটাররাও স্বরন করেছে। ধোনীর ক্রিকেট কেরিয়ারকে অনুপেরনাদায়ী বলছে সাকিব, মুশফিক, তামিম, লিটন রাও ধোনির আগামীর পথ চলার শুভ কামনা জানিয়েছেন। চট্টগ্রামে ধোনির ওডিআই অভিশেকে উইকেট কিপার ছিলেন খালেদ মাসুদ পাইলট। সেই ম্যাচে ধোনিকে রান আউট করেন তিনি। বিদায় বেলায় বাংলাদেশের এই সাবেক অধিনায়ককের শুভ কামনাও পেয়েছেন ধোনি।