২২তম ব্যাচ (পুরুষ) ব্যাটালিয়ন আনসার নিয়োগ -২০২১
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ২২তম ব্যাচ (পুরুষ) ব্যাটালিয়ন আনসার পদে নিয়োগ করা হবে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৫০ টি অস্থায়ী ব্যাটালিয়ন আনসার শূন্য পদে শুধুমাত্র পুরুষ নিয়োগ করা হবে।
যারা আবেদন করতে পারবেন
১। লিঙ্গঃ পুরুষ
২। বয়স 26-August-2021 খ্রি. তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 22 বছর
৩ । ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান পাশ
৪। উচ্চতা ৫’-৬”( অধিক উচ্চতা সম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে )। উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫’-৪”।
৫। ওজন ন্যূনতম ৪৯ কেজি। উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৪৭ কেজি।
৬। বুকের মাপ ন্যূনতম ৩২/৩৪। উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ৩০/৩২।
রেজিস্ট্রেশন ফি বাবদ অফেরতযােগ্য ২০০ (দুইশত) টাকা অন-লাইনে প্রদর্শিত বিকাশ/ রকেট/মােবিক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনপত্র দাখিল ও ফি পরিশােধ সংক্রান্ত কোনাে সমস্যা হলে পরামর্শের জন্য ০১৬২৯৪৬৪২৮৯,০১৫৩৪৭২৬৫৩৫ এবং ০১৮৪০১৯৭২০৭ নম্বরে যোগাযােগ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রবেশপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং বাছাইয়ের সময় অবশ্যই তা প্রদর্শন করতে হবে।
যার আবেদন গ্রহণযোগ্য হবে না
১. ভুল তথ্য প্রদান করলে
২. নির্বাচিত হওয়ার জন্য তদবির করলে বা নির্বাচিত হওয়ার উদ্দেশ্যে কারও সাথে আর্থিক লেন দেন করলে
৩. প্রতারণার আশ্রয় নিলে
রেজিস্ট্রেশন ফি জমা দেয়ার শেষ সময় ২৬/০৮/২০২১ খ্রিষ্টাব্দ সন্ধ্যা ০৬ টা পর্যন্ত
আবেদন করার শেষ সময় ২৬/০৮/২০২১ খ্রিষ্টাব্দ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
সম্পূর্ণ সার্কুলার দেখতে ক্লিক করুন এখানে
For Apply Click on Apply Button
Thanks For Visit Our Website