ঘুমের মধ্যে নাক ডাকছেন না তো? আসুন জেনে নেওয়া যাক ঘুমের মাঝে নাক ডাকার কারণ এবং প্রতিকার। নাক ডাকাকে মেডিক্যাল এর ভাষায় বলা হয় অপসট্রাকটিব স্লিপ এপেয়ার সিলড্রম বা সংক্ষেপে ওএসএ আর সহজ ভাষায় বলতে গেলে নাক ডাকা। নাক ডাকার কারণ এবং প্রতিকার জানতে সম্পূর্ন পোষ্টটি পড়ুন।
শুরুতেই আসা যাক কেনো এই নাক ডাকার ব্যপার টি ঘটে?
আমাদের শ্বাসনালীর উপরী অংশে জিহ্বার পশ্চাৎ ভাগ এবং তালুর নরম অংশটিকে আমরা আল্লাহ জিব বলি। এ দুটির মধ্যবর্তী যে জায়গাটি ঘুমন্ত অবস্থায় সাধারনত দেখা যায় যে এটি এমনিতেই ছোট হয়ে আসে। কিন্তু কারো কারো ক্ষেত্রে বিশেষ কারনে এই অংশটি খুবই বেশি সংকুচিত হয়ে আসে। যার ফলে এই বাধা অতিক্রম করে যখন বাতাস ডুকে
Hello my friend! I want to say that this article is amazing, great written and include approximately all vital infos. I’d like to peer extra posts like this .