Ganjar Chirol Chirol Pat Lyrics (গাঞ্জার চিরল চিরল পাত) Saif Zohan Pujar Gaan New Song 2020. Ganjar Chirol Chirol Pat Song is Sung by Saif Zohan. Ganjar Chirol Chirol Pat Tune and Music arrangement by Sylhety Traditional Folk. Ganjar Chirol Chirol Pat Lyrics In Bengali Written by Sylhety Traditional Folk. Ganjar Chirol Chirol Pat Saif Zohan mp3 song lyrics.
Song : Ganjar Chirol Chirol Pat
Singer : Saif Zohan
Lyrics & Tune : Sylhety Traditional Folk
Music : Shovon Roy
Photo : Afsana Mow
Edit : Zakir Hossain
Special Thanks : Foysal Hussain Alif
Ganjar Chirol Chirol Pat Lyrics (গাঞ্জার চিরল চিরল পাত) Saif Zohan:
হর- গৌরি প্রাণনাথ, মাথার উপর জগন্নাথ
এই বার উদ্ধার করো, শিব শিব শিব হে (4x)
গাঞ্জার চিরল চিরল পাত
গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে এ ভোলানাথ (2x)
নাচে ভোলানাথ রে আমার, নাচে এ কাশীনাথ
গাঞ্জার চিরল চিরল পাত
গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে এ ভোলানাথ (2x)
আশ্বিন মাসের দিনে গাঞ্জায় দিলাম চেরা
আরে গাঞ্জায় দিলাম চেরা
গুরুয়ে ছাগলে খাইবো দড়ি, তাতে দিলাম বেড়া
কার্তিক মাসেরও দিনে গাঞ্জায় আইলো ফুল
আরে গাঞ্জায় আইলো ফুল
স্বর্গেতে দেবতা গণও গন্ধেতে আকুল
গাঞ্জার চিরল চিরল পাত
গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে এ ভোলানাথ (2x)
ও ভাং খায় ভাংরা শিব রে শিব,
ভাং এর মর্মে জানে হে, ভাং এর মর্মে জানে
গাঙের পারের যত ভাং উপারিয়া আনে
হে উপারিয়া আনে
দ্বিজ রামপ্রসাদে বলে রে
শিব কইতে মরি লাজে, কইতে মরি লাজে
শ্বশুর বাড়ি কোন জামাইয়ে ল্যাংটা হয়ে নাচে
হে ল্যাংটা হয়ে নাচে
গাঞ্জার চিরল চিরল পাত
গাঞ্জা খাইয়া মগ্ন হইয়া নাচে এ ভোলানাথ (2x)
হর- গৌরি প্রাণনাথ, মাথার উপর জগন্নাথ
এই বার উদ্ধার করো, শিব শিব শিব হে (4x)
গাঞ্জার চিরল চিরল পাত লিরিক্স – সায়েফ জোহান :
Horo gowri prannath, mathar upor jogonnath
Ai bar uddhar koro, shibo shibo shibo he
Ganjar chirol chirol pat
Ganja khaiya mogno hoiya nache a bholanath
Thanks For Visit Our Website
2 thoughts on “Ganjar Chirol Chirol Pat Lyrics (গাঞ্জার চিরল চিরল পাত) Saif Zohan Pujar Gaan”