Ami Tomar Kache Jabo Lyrics (আমি তোমার কাছে যাবো) Minar Rahman

Ami Tomar Kache Jabo Lyrics (আমি তোমার কাছে যাবো) Minar Rahman

Lyrics

Ami Tomar Kache Jabo Lyrics (আমি তোমার কাছে যাবো) Minar Rahman bangla new Song 2020. Ami Tomar Kache Jabo Lyrics In Bengali Written by Minar Rahman. Ami Tomar Kache Jabo song is sung by Minar Rahman. Ami Tomar Kache Jabo Bangla Lyrics (আমি তোমার কাছে যাবো) by Minar Rahman mp3 Song 2020.

Vocal: Minar Rahman
Lyrics, Tune Composition: Minar Rahman
Guitar: Salekin
Bass: Mustakin
Music arrangement: Rezwan Sheikh
Director: Mir Shariful Karim Srabon
DOP: Saqeeb Niloy, Zahirul Haque Khan Adib
Art: Tamanna Tasmeem
Edit & Color grade: Sakib Tonmoy
First AD & Executive Producer: Prantar Dastider
Lights: Dulal
Logistics and Support: Khijir Hayat Khan
Record Label: Gaanchill Music
Language : Bengali

Ami Tomar Kache Jabo Lyrics (আমি তোমার কাছে যাবো) Minar Rahman :

আমি তোমার কাছে যাবো
কেউ জানতেও পারবেনা,
আমি তোমার পাশে রবো
কেউ বুঝতেও পারবেনা।
আমি নিজেকে হারিয়ে কোথায় পালিয়ে
আমি তোমার কাছে যাবো,
কেউ বুঝতেও পারবেনা ..

আমি তোমার কাছে যাবো
কেউ জানতেও পারবে না,
আমি তোমার পাশে রবো
কেউ বুঝতেও পারবে না।
আমি নিজেকে হারিয়ে কোথায় পালিয়ে
আমি তোমার কাছে যাবো,
কেউ জানতেও পারবেনা।

ওই আকাশের কতটা তারও দূরে
চোখ জুড়িয়ে কতটা ফানুস উড়ে
আমি কে?
আমি তোমার সাথে যাবো
পিছুটান রবে না,
আমি তোমার পাশে বসে
কোনো গল্প বলবো না।
আমি নীরবে দাঁড়িয়ে
ঝুম বৃষ্টি হয়ে,
শুধু তোমায় ঘিরে রেখে
আরতো ঝরবো না।

সেই পথে আর হাঁটতেও পারবোনা
ওই চোখে চোখ রাখতেও পারবোনা,
ঘুম ভাঙা সকাল ডাকবে না, ডাকবে না
রোদ মাখা বিকেল হাসবে না, হাসবে না।

আমি তোমার কাছে যাবো
কেউ জানতেও পারবেনা,
আমি তোমার পাশে রবো
কেউ বুঝতেও পারবেনা।
আমি নিজেকে হারিয়ে, কোথায় পালিয়ে
আমি তোমার কাছে যাবো ও ও..


পিছুটান রবে না,
আমি তোমার পাশে বসে
কোনো গল্প বলবো না।
আমি নীরবে দাঁড়িয়ে
ঝুম বৃষ্টি হয়ে,
শুধু তোমায় ঘিরে রেখে
আরতো ঝরবো না।

আমি তোমার কাছে যাবো লিরিক্স- মিনার রহমান :

Ami tomar kache jabo
Keu janteo parbena
Ami tomar pashe robo
Keu bujhteo parbena
Ami nijeke hariye kothay paliye
AMi tomar kache jabo
Keu bujhteo parbe na

Oi akasher kotota tar o dure
Chokh juriye kotota fanus ure
Ami ke?
Ami tomar sathe jabo
Pichu tan robe na,
Ami tomar pashe bose
Kono golpo bolbo na
Ami nirobe dariye
Jhoom bristy hoye
Sudhu tomay ghire rekhe
Arto jorbo na

Thanks For Visit Our Website

6 thoughts on “Ami Tomar Kache Jabo Lyrics (আমি তোমার কাছে যাবো) Minar Rahman

  1. Hi there, You’ve done an incredible job. I’ll definitely digg it and personally suggest
    to my friends. I am sure they will be benefited from this website.

  2. Everything is very open with a very clear description of the issues.
    It was really informative. Your website is useful. Thank you for sharing!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *