Aponbhola Lyrics (আপনভোলা) Rishi Panda New Song 2021. Aponbhola Song is Sung by Rishi Panda. Aponbhola Lyrics In Bengali Written by Rishi Panda. Aponbhola Rishi Panda mp3 song lyrics.
Song : Aponbhola (আপনভোলা)
Vocal, Music & Lyrics : Rishi Panda
Illustration & Animation : Rishi Panda
Language : Bangla
লাল মাটির চাদর ছেড়ে
মন আকাশে উড়ল তুলির রং,
ধরে রাখা যায় না কেন?
পাখা মেলে গুনি সাতকাহন।
সাধারণ এ জীবন আমার
ভাত কাপড়েই আমার দিন যাপন।
তা রা রা তা তা রা তা রা তা
তা রা রা তা তা রা তা রা তা
তা রা রা তা রা তা তা রা তা তা
কখন আকাশ সবুজ হলো
ওই দেখা যায় রঙিন মাছের ভিড়,
জলের নিচে বাতাস চলে
সাঁতার কেটে ঘুরছে দল পাখির।
আমি আকাশ কুসুম ভাবি শুধু
কল্পনাতেই আমার বিচরণ।
তা রা রা তা তা রা রা রা
তা তা রা রা রা রা তা
রা রা তা রা রা তা রা
আমার ভাবের সাধু আজান পড়ে
মনের দুঃখ জুড়ায়,
এথায় সবাই সবার বন্ধু
সবার মানুষ পরিচয়।
এই জগতে নেইকো পিছুটান
শুধুই মনের মত গল্প বুনে,
জিরোয় আমার প্রাণ।
যতই সবাই আটকে ধরুক
একলা পথেই যাবো অনেকদূর,
আমি একলা ভালো থাকতে শিখি
একার গানে একাই ধরি সুর।
আমি আপনভোলা মানুষ কোন
ঘোরপ্যাঁচে তাই নেইকো আমার মন।
তা রা রা তা তা রা রা রা
তা তা রা রা রা রা
রা রা তা রা রা তা রা
Laal matir chador chere
Mon akashe urlo tulir rong
Dhore rakha jaay na keno
Pakha mele guni saatkahon
Sadharon e jibon amar
Bhaat kaporei amar din japon
Kokhon akash sobuj holo
Oi dekha jaay rongeen macher bhir
Joler niche batas chole
Satar kete ghurche dol pakhir
Ami akash kusum vabi shudhu
Kolponatei amar bichoron
Thanks For Visit Our Website
Are you concerned about the pet activities your pet when you are not present at…
What Exactly Is an Accident Attorney? An accident attorney is a specialized legal professional who…
Top 10 Must-Read Books for Book Lovers in 2024 For book enthusiasts, each new year…
Introduction to Layering: The Shirt Over a Hoodie Trend Layering is a timeless design approach…
What is Search Engine Marketing? Search engine marketing (SEM) refers to the practice of using paid…
The Path to Balanced Living: Astrology and Vastu Insights Welcome to the journey towards balanced…