Bkash Agent QR Code PSD File Download

PSD File Download

Download the Bkash Agent QR Code PSD file for your agent number. You can change numbers and QR codes with a PSD editor like Photoshop. Download now Bkash Agent QR Code PSD file and update it with your information.

কিউআর কোড স্ক্যান করে বিকাশে ক্যাশ আউট করার সুবিধা রয়েছে। বিকাশ কিউআর কোড দ্বারা বিকাশ এজেন্ট নাম্বারে ক্যাশ আউট এর ক্ষেত্রে এজেন্ট বা দোকানের ফোন নাম্বার আলাদা করে লিখতে হয়না। ফলে বিকাশ নম্বর ভুল হওয়ার সম্ভাবনাও কম থাকে। অর্থাৎ কিউআর কোড স্ক্যান করে শুধুমাত্র এমাউন্ট ও পিন প্রদান করে ক্যাশ আউট বা পেমেন্ট করা যাবে।

কিউআর কোড দ্বারা বিকাশ ক্যাশ আউট করতে নিম্নলিখিত নিয়ম অনুসরণ করুন।

  • পিন প্রদান করে বিকাশ অ্যাপে প্রবেশ করুন।
  • এবার “Cash Out / ক্যাশ আউট” অপশনে ট্যাপ করুন।
  • “Tap to scan QR Code / QR কোড স্ক্যান করতে ট্যাপ করুন” অপশনে ট্যাপ করুন।
  • এবার এজেন্ট এর কিউআর কোড স্ক্যান করুন।
  • কত টাকা ক্যাশ আউট করতে চান তার এমাউন্ট লিখুন।
  • আপনার বিকাশ একাউন্টের পিন প্রদান করুন ও লেনদেনটি সম্পন্ন করুন।

 

উল্লেখিত প্রক্রিয়া সঠিকভাবে অনুসরণ করলে কিউআর কোড দ্বারা বিকাশ একাউন্ট থেকে ক্যাশ আউট করতে পারবেন। কিউআর কোড দ্বারা বিকাশ একাউন্ট থেকে ক্যাশ আউটের ক্ষেত্রে এজেন্ট এর মোবাইল নাম্বার প্রদান করতে হয়না, এর ফলে ক্যাশ আউট এর প্রক্রিয়া সহজ হওয়ার পাশাপাশি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত হয়। তাই এজেন্ট এর কাছ থেকে ক্যাশ আউটের ক্ষেত্রে কিউআর কোড ব্যবহার করা অধিক নিরাপদ, এতে ভুল নাম্বারে টাকা যাওয়ার কোনো সম্ভাবনা থাকেনা।

Read More:

Rocket Agent QR Code PSD File Download (Dutch Bangla Bank)

 

To Download Bkash Agent QR Code PSD File Click on Download Button

download button

Thanks For Visit Our Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *