Firiye Dis Na Amay Lyrics (ফিরিয়ে দিসনা আমায়) Mahtim Shakib New Song 2021. Firiye Dis Na Amay song is sung by Mahtim Shakib. Firiye Dis Na Amay Bengali song lyrics written by Snahashish Gosh. Firiye Dis Na Amay Bangla Lyrics তাকে অল্প কাছে ডাকছি by Mahtim Shakib mp3 Song 2021.
Song : Firiye Dish Na Amay
Singer : Mahtim Shakib
Lyrics & Tune : Snahashish Gosh
Music : Mmp Rony
Directed by : Farhan Ahmed Rafat
DOP : Shapnil Khan
Project Design : Rasel Mahmud Shuvoo
Production : Film Tech Factory
Lebel : Game Of Tune
Firiye Dis Na Amay Lyrics (ফিরিয়ে দিসনা আমায়) Mahtim Shakib :
ভেজা চোখে ডাকি তোকে
ফিরিয়ে দিসনা আমায়,
তোকে ছাড়া দিশেহারা
এই আমি যাবো কোথায়?
পৃথিবীতে বেঁচে থাকতে
তোর মতো কাউকে খুবই প্রয়োজন,
দিনের শেষে ভালোবেসে
বলবে যে, আছো তুমি কেমন?
মিশে আছিস আমার নিঃশ্বাসে
ডুবে গেছি তোরই অভ্যাসে,
মিশে আছিস আমার নিঃশ্বাসে
ডুবে গেছি তোরই অভ্যাসে,
পৃথিবীতে বেঁচে থাকতে
তোর মতো কাউকে খুবই প্রয়োজন,
দিনের শেষে ভালোবেসে
বলবে যে, আছো তুমি কেমন?
একলা লাগে, আমার তুই হীনা
আয় ফিরে আয়, আর তো পারিনা,
একলা লাগে, আমার তুই হীনা
আয় ফিরে আয়, আর তো পারি না,
পৃথিবীতে বেঁচে থাকতে
তোর মতো কাউকে খুবই প্রয়োজন,
দিনের শেষে ভালোবেসে
বলবে যে, আছো তুমি কেমন?
ও ও ও..
ফিরিয়ে দিসনা আমায় লিরিক্স – মাহতিম সাকিব:
Veja chokhe daaki toke
Phiriye dis na amay
Toke chara dishehara
Ei ami jabo kothay
Prithibite beche thakte
Tor moto kauke khubi proyojon
Diner seshe valobeshe
Bolbe je acho tumi kemon
Mishe achis amar nishwashe
Dube gechi tori ovesh e
Ekla laage amar tui heena
Aay phire aay aar toh parina
Thanks For Visit Our Website