Today I will share with you how to Form Fill Up for H.S.C of Dhamrai Govt. College. They Provide two types of Form First one is Regular Student and Another is Irregular Student. Let’s see how to form fill Up H.S.C 2nd Year of Dhamrai Govt. College.
এইচ.এস.সি ফর্ম পূরন করার নিয়ম নিয়মিত শিক্ষার্থীদের জন্য (ধামরাই সরকারি কলেজ)
- ফরমের প্রথমেই শিক্ষার্থীর নাম।
- শিক্ষার্থী কোন বিভাগে অধ্যায়নরত বা কোন বিভাগ নিয়ে পড়ছে সেই বিভাগের নাম।
- শিক্ষার্থীর পিতার নাম দিতে হবে।
- শিক্ষার্থীকে কলেজ থেকে দেওয়া কলেজ রোল।
- রেজিষ্ট্রেশন নাম্বার।
- শিক্ষাবর্ষের সাল দিতে হবে।
- তার পর সচল একটি মোবাইল নাম্বার দিতে হবে। যাতে করে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীর সাথে যোগাযোগ করতে পারে।
- নিচে শিক্ষার্থীকে স্বাক্ষর লিখতে হবে সাথে তারিখ লিখে দিবে।
- তারপর এই পূরণকৃত ফরমটি কলেজ থেকে দেওয়া ই-মেইল (formfillupdgcd@gmail.com) এই ঠিকানায় পাঠাতে হবে।
এইচ.এস.সি ফর্ম পূরন করার নিয়ম অনিয়মিত শিক্ষার্থীদের জন্য (ধামরাই সরকারি কলেজ)
- নিয়মিত শিক্ষার্থীদের মতো অনিয়মিত শিক্ষার্থীরাও ফরম পূরন করবে।
- তবে অনিয়মিত শিক্ষার্থীদের তাদের বিষয় সহ বিষয় কোড লিখতে হবে। (যে শিক্ষার্থী যেই বিষয়ে ফেল করেছে সেই শিক্ষার্থী সেই বিষয় এবং বিষয় কোড পূরণ করে তারপর ই-মেইল করবে)।
Click on Download Button For Download Form
Thanks For Visit Our Website
1 thought on “How to Form Fill Up For H.S.C of Dhamrai Govt. College 2021”