টয়লেট দেখে যায় চেনা। কী চেনা যায়? সেই বাড়ির বা অফিসের রুচি। কেননা, বসার ঘর তো সবাই গুছিয়ে রাখে। সঠিক উপায়ে টয়লেট ব্যবহারের কোনো বিকল্প নেই। আর এই করোনাকালে টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আরও জরুরি হয়ে পড়েছে। জীবাণুমুক্তভাবে টয়লেট ব্যবহারের জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এজন্যই জেনে নেওয়া দরকার ঘর, অফিস আর পাবলিক টয়লেট ব্যবহারের আদব-কায়দা।
বাসার টয়লেট ব্যবহারের সাধারণ নিয়ম
অবশ্যই স্যান্ডেল পরে টয়লেটে প্রবেশ করবেন।
টয়লেটের দরজা খুলতে বা বন্ধ করতে, পানির কল ছাড়তে বা বন্ধ করতে, বদনা ব্যবহার বা টয়লেট ফ্ল্যাশ ধরতে টিস্যু পেপার ব্যবহার করতে পারেন।
প্রয়োজনীয় কাজ শেষে কমোড ঢাকনা দিয়ে ঢেকে তারপর ফ্লাশ করুন। তাতে জীবাণু সারা টয়লেটে ছড়িয়ে পড়বে না।
টয়লেট ব্যবহার শেষে অবশ্যই সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে ভালো করে হাত ধুয়ে নিন।
এগুলো টয়লেট ব্যবহারের খুবই সাধারণ নিয়ম। অফিসের টয়লেট বা পাবলিক টয়লেট—সবখানে এই নিয়মগুলো প্রযোজ্য।
অফিসের টয়লেট যেভাবে ব্যবহার করবেন
অফিসের টয়লেট যেহেতু অনেকে ব্যবহার করেন তাই সিটে বসার আগে আপনি জীবাণুনাশক স্প্রে করে নিতে পারেন। তা না হলে অন্তত টিস্যু পেপার বিছিয়ে বসতে পারেন। তাতে কমোডের সঙ্গে আপনার ত্বকের সরাসরি স্পর্শ হবে না। পরে টিস্যু ফেলে দিয়ে হাত ভালোভাবে ধুয়ে ফেলবেন।
অফিসের টয়লেট বেশি সময় নিয়ে আয়েশ করে ব্যবহার করবেন না।
যদি দেখেন ভেতরে কেউ আছে, তাহলে বারবার নক না করে ধৈর্য ধরে অপেক্ষা করুন।
টয়লেটে ফোন বা অন্য কিছু না নিলেই ভালো। কেননা, তাতে জীবাণু লাগার আশঙ্কা তৈরি হয়।
স্যানিটারি ন্যাপকিন নির্দিষ্ট স্থানে ফেলুন।
পাবলিক টয়লেট ব্যবহারের টিপস
করোনাকালে সম্ভব হলে পাবলিক টয়লেট ব্যবহার থেকে বিরত থাকুন। খুব জরুরি না হলে পাবলিক টয়লেট ব্যবহার করবেন না।
সাধারণত ছেলে ও মেয়েদের জন্য আলাদা টয়লেট থাকে। প্রতীক দেখে নিশ্চিত হয়ে ঢুকুন। ঢুকেই ভালোভাবে দরজা লক করুন।
পাবলিক টয়লেটে টয়লেট টিস্যু, সাবান বা হ্যান্ডওয়াশ নাও থাকতে পারে। তাই বাইরে বা ট্যুরে বের হলে নিজের হাতব্যাগ বা পকেটেই সেগুলো বহন করুন। পকেট সাবান বলে পাতলা কাগজের মতো সাবান পাওয়া যায়, সেটি রাখতে পারেন।
টয়লেট ব্যবহার শেষে ভালোভাবে হাত ধুয়ে নিন।
পাবলিক টয়লেটের যেকোনো কিছু ধরতে টিস্যু ব্যবহার করুন।
পাবলিক টয়লেট ব্যবহারের পর ভালোভাবে হাত না ধুয়ে কোনো খাবার ধরবেন না বা খাবেন না।
বাসায় ফিরে ভালোভাবে হাত মুখ ধুয়ে নিন। সম্ভব হলে গোসল করে নিতে পারেন।