হিন্দিতে উস্কানিমূলক প্রচারণা চালাচ্ছেন চীনা সেনারা!

হিন্দিতে উস্কানিমূলক প্রচারণা চালাচ্ছেন চীনা সেনারা!

International

বিরোধপুর্ণ লাদাখ সীমান্তে দেখা দেওয়া উত্তেজনা নিরসনে প্রায় প্রতিদিনই বৈঠক করছে চিন ও ভারতের শীর্ষ সামরিক কর্মকর্তারা। এমনকি গত সপ্তাহে এই সমস্যা সমাধানে পাঁচ দফা পরিকল্পনায় একমত হন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। তবে বাস্তবতা হচ্ছে দফায় দফায় সামরিক ও রাজনৈতিক আলোচনার পরেও সীমান্তে তেমন কোনো অগ্রগতি হয় নি।

ভারতীয় সেনাদের মনোযোগ বিচ্ছিন্ন করতে চীনা সেনারা সীমান্তে পাঞ্জাবী গান এবং হিন্দিতে বিভিন্ন উস্কানিমূলক প্রচারনা চালাচ্ছে বলে দাবী করেছে ভারতীয় সেনাবাহিনী। সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানান চিনের এই মনস্ত্রান্তিক অভিযানে ভারতীয় সেনাদের তলানো যাবে না। বরং ভারতীয় সেনারা এই গান উপভোগ করছে বলেও জানান এই কর্মকর্তা।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজিনাত সিংও ভারতের এই উস্কানীমূলক প্রচারনা এবং কর্মকান্ড বন্ধের আহ্ববান জানিয়েছেন। রাজ্য সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, লাদাগে সীমান্ত টহল দেওয়া থেকে কোনো শক্তিই ভারতকে দমিয়ে রাখতে পারবে না। তিনি আরও বলেন- সীমান্তে টহল দেওয়ার কারনে এই অবস্থা তৈরি হয়েছে তাহলে বলবো এটা আমাদের ঐতিয্যগত অধিকার। বিশ্বের কোনো শক্তিই আমাদের দমাতে পারবে না। আর এ জন্য আমাদের সেনারা তাদের জীবন উৎসর্গ করেছেন।

তবে চীনের সেনারা সমজত রয়েছেন দাবী করে উল্টো ভারতকে সুধরানোর আহ্ববান করেছে বেইজিং। এই বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখ্যপাত্য ওয়াং ওয়েনবিন বলেছেনঃ ভারত ও চীনের মধ্যে থাকা চক্তি ও সমজোতা আমাদের সেনারা অক্ষরে অক্ষরে পালন করে আসছে।  একই সঙ্গে চীনের সার্বভৌমত্ত  ও সীমান্তে শান্তি শীঙ্খলা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। তবে সীমান্তে শান্তি ফিরিয়ে আনতে এখন ভারতকেই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

পূর্বাঞ্চলীয় লাদাখ সীমান্তকে কেন্দ্র করে গত মাস থেকেই টান টান উত্তেজনা বিরাজ করছে পারমানবিক শক্তিধর ভারত ও চীনের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *