Jabe Ki Amar Sathe Lyrics (যাবে কি আমার সাথে) Rishi Panda New Song 2021. Jabe Ki Amar Sathe Song is Sung by Rishi Panda. Jabe Ki Amar Sathe Lyrics In Bengali Written by Rishi Panda. Jabe Ki Amar Sathe Rishi Panda mp3 song lyrics.
Song : Jabe Ki Amar Sathe
Vocal, Music & Lyrics : Rishi Panda
Illustration & Animation : Rishi Panda
Language : Bangla
যাবে কি আমার সাথে?
যেখানে পথ পড়ে একা,
দুপুরের রোদে চেনা গল্প গুলোতে
জুড়তো আর একখানি পাতা।
যাবে কি আমার সাথে?
হতো সে পুরনো কথা,
হারিয়ে যাওয়া যে
সে পাখির আওয়াজে,
উড়ে যেত হাতে ধরা ছাতা।
তোমায় নিলো যে হাওয়া
হারায় তোমার মুখ,
সবই থেকে গেল যে গোপনে
হল না শেষবার সাথে যাওয়া,
ধরে এ বাড়ানো হাত
কথা ছিল হারাবো দু’জনে।
বলছি কত কী তোমায় ইশারায়
বুঝেছিলে কি আমার ইচ্ছেটাই,
দূর দেশে যাওয়ার
তোমায় পাশে পাওয়ার।
হবো কি আবার একসাথে?
আবার হবে কি দেখা?
আঁকড়ে ধরে রেখেও আজ একে একে
ধুয়ে যায় যা কিছু ছিল লেখা।
যাবে কি আমার সাথে?
যেখানে পথ পড়ে একা,
বিকেলের রোদে চেনা গল্প গুলোতে
জুড়তো আরেকখানি পাতা।
তোমায় নিলো যে হাওয়া
হারায় তোমার মুখ,
সবই থেকে গেলো যে গোপনে
হলো না শেষবার সাথে যাওয়া,
ধরে এ বাড়ানো হাত
কথা ছিল হারাব দু’জনে।
Jabe ki amar sathe
Jekhane poth pore eka
Dupurer rodey chena golpo gulote
Jurto aar ekkhani pata
Jabe ki amar sathe
Hoto se purono kotha
Hariye jaowa je, se pakhir awaje
Ure jeto haate dhora chata
Tomay nilo je haowa
Haray tomar mukh
Sobi theke gelo je gopone
Holo na sheshbar sathe jaowa
Dhore e barano haat
Kotha chilo harabo dujone
Thanks For Visit Our Website
Are you concerned about the pet activities your pet when you are not present at…
What Exactly Is an Accident Attorney? An accident attorney is a specialized legal professional who…
Top 10 Must-Read Books for Book Lovers in 2024 For book enthusiasts, each new year…
Introduction to Layering: The Shirt Over a Hoodie Trend Layering is a timeless design approach…
What is Search Engine Marketing? Search engine marketing (SEM) refers to the practice of using paid…
The Path to Balanced Living: Astrology and Vastu Insights Welcome to the journey towards balanced…
View Comments