Categories: Lyrics

Kemon Badhay Bandhli Lyrics (কেমন বাঁধায় বাঁধলি) Abir Biswas

Kemon Badhay Bandhli Lyrics (কেমন বাঁধায় বাঁধলি) Abir Biswas New Song 2021. Kemon Badhay Bandhli Song is Sung by Abir Biswas. Kemon Badhay Bandhli Lyrics In Bengali Written by Sourav Goswami. Kemon Badhay Bandhli Abir Biswas mp3 song lyrics.

Song : Kemon Badhai Bandhli
Singer & Composer :Abir Biswas
Lyricist : Sourav Goswami
Voice Over : Neel Chakraborty
D.O.P : Akash Bagchi
Story & Concept : Abir-Sourav
Produced by : Prabir Jana
Label : KMJ Music Series
Label : Anupam Movie Songs

Kemon Badhay Bandhli Lyrics (কেমন বাঁধায় বাঁধলি) Abir Biswas :

কেমন বাঁধায় বাঁধলিরে তুই
আমার সাথে ঘর,
সে ঘর আবার ভেঙে দিয়ে
করলি আমায় পর।
নিজের হাতে সাজিয়ে ছিলি
আমার শহর,
কেন চলে গেলি দিয়ে
স্মৃতির কবর।

দিনের শেষে নিভিয়ে আলো
রাত্রি যখন আসে,
কষ্ট ছাড়া এ দুনিয়ায়
কেবা থাকে পাশে।
মনের কোণে যত্ন করে
রেখেছিলাম তোকে,
তবু কেন একা ফেলে
গেলি নিরুদ্দেশে?

কেমন বাঁধায় বাঁধলিরে তুই
আমার সাথে ঘর,
সে ঘর আবার ভেঙে দিয়ে
করলি আমায় পর।
নিজের হাতে সাজিয়ে ছিলি
আমার শহর,
কেন চলে গেলি দিয়ে
স্মৃতির কবর।।

যত্ন করে রেখেছিলি
বলেছিলি ভালোবাসি,
কষ্ট থাকুক আমার বুকে
তোর মুখেতে থাকুক হাসি,
হা..হা..
যত্ন করে রেখেছিলি
বলেছিলি ভালোবাসি,
কষ্ট থাকুক আমার বুকে
তোর মুখেতে থাকুক হাসি।

বুকের ভেতর গুমরে মরে
তোর দেওয়া সুখের স্মৃতি
আজও আমার মনটা যে চায়
তোর কাছে তাই ফিরে আসি।

হো.. হাসির কারণ ছিলিরে তুই
আমার এ জীবনে,
বলতে গেলেও আজও শুধু
তোকে পড়ে মনে।
দু’চোখ দিয়ে জল নেমে যায়
তোরই কথা ভেবে,
তুই ছাড়া কে আপন করে
কাছে টেনে নেবে।

কেমন বাঁধায় বাঁধলিরে তুই
আমার সাথে ঘর,
সে ঘর আবার ভেঙে দিয়ে
করলি আমায় পর।
নিজের হাতে সাজিয়ে ছিলি
আমার শহর,
কেন চলে গেলি দিয়ে
স্মৃতির কবর।

দিনের শেষে নিভিয়ে আলো
রাত্রি যখন আসে,
কষ্ট ছাড়া এ দুনিয়ায়
কেবা থাকে পাশে।
মনের কোণে যত্ন করে
রেখেছিলাম তোকে,
তবু কেন একা ফেলে
গেলি নিরুদ্দেশে?

 

কেমন বাঁধায় বাঁধলি লিরিক্স – আবির বিশ্বাস :

Kemon badhay badhlre tui
amar sathe ghor
Se ghor abar bhenge diye
korli amay por
Nijer haate sajiye chili amar sohor
Keno chole geli diye smritir kobor
Diner seshe nibhiye aalo
raatri jokhon ashe
Kosto chara e duniyay
ke ba thake pashe
Moner kone jotno kore
rekhechilam toke
Tobu keno eka fele geli niruddeshe

More new Lyrics Here

Thanks For Visit Our Website

MD KK REVIEW

Recent Posts

The Best Pet Cameras Available In The Market

Are you concerned about the pet activities your pet when you are not present at…

6 months ago

How an Accident Attorney Can Help After an Accident?

What Exactly Is an Accident Attorney? An accident attorney is a specialized legal professional who…

7 months ago

Top 10 Must-Read Books for Book Lovers in 2024

Top 10 Must-Read Books for Book Lovers in 2024 For book enthusiasts, each new year…

7 months ago

Why You Should Try Wearing a Shirt Over a Hoodie?

Introduction to Layering: The Shirt Over a Hoodie Trend Layering is a timeless design approach…

7 months ago

How Search Engine Marketing Can Boost Your Online Visibility

What is Search Engine Marketing? Search engine marketing (SEM) refers to the practice of using paid…

7 months ago

Harmony in the Home: Astrology and Vastu Wisdom for Balanced Living

The Path to Balanced Living: Astrology and Vastu Insights Welcome to the journey towards balanced…

10 months ago