Monta Obaddho Lyrics (মনটা অবাধ্য) Mahtim Shakib New Bangla Song 2020. Monta Obaddho song is sung by Mahtim Shakib. Monta Obaddho Bengali song lyrics written by Prosenjit Ojha. Monta Obaddho Bangla Lyrics (মনটা অবাধ্য) by Mahtim Shakib mp3 Song 2021.
Song : Monta Obaddho (মনটা অবাধ্য)
Drama : ChotoBelar Prem
Singer : Mahtim Shakib
Lyrics : Prosenjit Ojha
Tune : Bahauddin Rimon
Compositions : Shovon Roy
Direction : Mabrur Rashid Bannah
Cinematographers : Ashik Aman, Juel
Edit And Color : Shamim Rahman
Production : PUnderground Creative Factory
Label : Protune
Language : Bengali
ঘুম চলে যায়
তোমার চোখে বেড়াতে,
পারিনা তাকে কোন ভাবে ফেরাতে।
ঘুম চলে যায়
তোমার চোখে বেড়াতে,
পারিনা তাকে কোন ভাবে ফেরাতে।
আমার এ মন তোমার মনের পাড়ায়
বোকাসোকা হয়ে আড়ালে আবডালে দাঁড়ায়।
তোমাকে ছোঁয়ার নেইতো আমার সাধ্য
দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য,
মনটা অবাধ্য, হচ্ছে প্রায়শ
কষ্টের বোঝা বেড়েই, যাচ্ছে ক্রমশ।
ঘুম চলে যায়
তোমার চোখে বেড়াতে,
পারিনা তাকে কোন ভাবে ফেরাতে।।
বায়ুবীয় প্রেম
আকাশ পাতাল সমতল,
বাস্তবতায় খাবী খায় শুধু
হারায় না তার মনোবল।
তোমাকে ছোঁয়ার নেইতো আমার সাধ্য
দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য,
মনটা অবাধ্য, হচ্ছে প্রায়শ
কষ্টের বোঝা বেড়েই, যাচ্ছে ক্রমশ।
ঘুম চলে যায়
তোমার চোখে বেড়াতে,
পারিনা তাকে কোন ভাবে ফেরাতে।।
কেন যে তোমার সাথে
মনের এত টান,
কথা হয় নাই দেখেছি শুধু
তবুও কিসের অভিমান।
তোমাকে ছোঁয়ার নেইতো আমার সাধ্য
দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য,
মনটা অবাধ্য, হচ্ছে প্রায়শ
কষ্টের বোঝা বেড়েই, যাচ্ছে ক্রমশ।
ঘুম চলে যায়
তোমার চোখে বেড়াতে,
পারি না তাকে কোন ভাবে ফেরাতে।।
মনটা অবাধ্য লিরিক্স- মাহতিম সাকিব :
Ghum chole jaay
TOmar chokhe berate
Parina taake kono vabe ferate
Amar e mon tomar moner paray
Bokasoka hoye arale aabdale daray
Tomake chowar nei toh amar saddho
Dekhte paowa sei toh boro bhaggo
Mon ta obaddho hocche proyash
Koster bojha berei jacche kromosho
Thanks For Visit Our Website
Are you concerned about the pet activities your pet when you are not present at…
What Exactly Is an Accident Attorney? An accident attorney is a specialized legal professional who…
Top 10 Must-Read Books for Book Lovers in 2024 For book enthusiasts, each new year…
Introduction to Layering: The Shirt Over a Hoodie Trend Layering is a timeless design approach…
What is Search Engine Marketing? Search engine marketing (SEM) refers to the practice of using paid…
The Path to Balanced Living: Astrology and Vastu Insights Welcome to the journey towards balanced…