Oshohay Lyrics (অসহায়) Noble Man New Bangla Rock Song 2021
Oshohay Lyrics (অসহায়) Noble Man New Bangla Rock Song 2021. Oshohay song is sung by Noble Man. Oshohay Bengali song lyrics written by Ahmed Risvy. Oshohay Bangla Lyrics (অসহায়) by Noble Man mp3 Song 2021.
Song : Oshohay
Singer : Noble Man
Lyrics : Ahmed Risvy
Tune & composition : Ahmmed Humayun
Director : Jakaria Showkhin
DOP : Nazmul Hasan
Editor : Amitav Mazumder
Publicity Design : Sajjadul Islam Sayeem
Label : Soundtek
Language : Bengali
তোর খেয়ালে ডুবে থাকে
আমার রাত্রিদিন,
তবু কেন এই দূরত্ব
মেনে নেওয়া কঠিন।
ভুলে যাব কী করে, বলনা রে তুই
বল না আমাকে?
স্মৃতি কেন ফিরে আসে, চোখে ভাসে
কাঁদায় মনটাকে ..
আয় তুই কাছে ফিরে আয়
জড়িয়ে রাখ আমায়,
আয় সবকিছু ফেলে আয়
তোকে ছাড়া আমি অসহায়।।
কী যে অস্থির লাগে
বুকে ব্যথা জাগে,
মন পুড়ে যায় বিরহের দাগে।
দেখ এই বুকের আগুন দেখ
কত জ্বলছে শিখা দেখ,
শুধু তোরই কারণে।
আয় তুই কাছে ফিরে আয়
জড়িয়ে রাখ আমায়,
আয় সবকিছু ফেলে আয়
তোকে ছাড়া আমি অসহায়।।
আসেনা ঘুম চোখে
রাতের গল্প লেখে,
চোখ ভিজে যায় স্মৃতির অসুখে।
শোন এই হৃদয়ের কথা শোন
কত কষ্ট লুকানো,
শুধু তোরই বিহনে ..
আয় তুই কাছে ফিরে আয়
জড়িয়ে রাখ আমায়,
আয় সবকিছু ফেলে আয়
তোকে ছাড়া আমি অসহায়।
তোর খেয়ালে ডুবে থাকে
আমার রাত্রিদিন,
তবু কেন এই দূরত্ব
মেনে নেওয়া কঠিন।
ভুলে যাব কী করে, বলনা রে তুই
বল না আমাকে?
স্মৃতি কেন ফিরে আসে, চোখে ভাসে
কাঁদায় মনটাকে ..
আয় তুই কাছে ফিরে আয়
জড়িয়ে রাখ আমায়,
আয় সবকিছু ফেলে আয়
তোকে ছাড়া আমি অসহায়।।
অসহায় লিরিক্স- নোবেল ম্যান :
Tor kheyale dube thake
Amar raatri din
Tobu keno ei durotto
Mene newa kothin
Vule jabo ki kore bolna re tui
Bolna amake
Smriti keno phire asey chokhe vase
Kaday monta ke
Aay tui kache phire aay
Joriye rakh amay
Aay sobkichu fele aye
Toke chara ami oshohay
Thanks For Visit Our Website
Are you concerned about the pet activities your pet when you are not present at…
What Exactly Is an Accident Attorney? An accident attorney is a specialized legal professional who…
Top 10 Must-Read Books for Book Lovers in 2024 For book enthusiasts, each new year…
Introduction to Layering: The Shirt Over a Hoodie Trend Layering is a timeless design approach…
What is Search Engine Marketing? Search engine marketing (SEM) refers to the practice of using paid…
The Path to Balanced Living: Astrology and Vastu Insights Welcome to the journey towards balanced…