করোনায় পুরো বিশ্ব যেখানে থমকে গেছে সেখানে মানবিকতার হাত বাড়িয়ে মানুষের পাশে দাড়াচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন জনপ্রিয় তারকারাও। অনেকেই অনুদানের বিষয়টি জন্য বরাবরই হয়েছেন গণমাধ্যমের শিরোনাম, তেমনই একজন বলিউঢের কিং খান খ্যাত শাহরুখ খান। করোনার শুরু থেকেই পিপিই থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের মাস্কও বিতরণ করেছেন তিনি।
এভার দিল্লির করোনা রোগিদের চিকিৎসার জন্য ৫০০ রেমডেসিবির ইনজেকশনের অনুদান দিলেন এই বলিউড তারকা শাহরুখ খান। করোনা ভাইরাসের বিরুদ্ধে কার্যকর এন্টিভাইরাল ইনজেকশন এই রেমডিসিবির। ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে এই ঔষধের সংকট রয়েছে।
এদিকে ভারতের স্বাস্থ্যমন্ত্রী সতেন্দ্র জৈন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর নিশ্চিত করেছেন এবং শাহরুখ খানকে ধন্যবাদ জানিয়েছেন। সতেন্দ্র জৈন টুইটারে লিখে জানান “শাহরুখ খানকে ধন্যবাদ প্রয়োজনের সময় ৫০০ রেমডিসিবির দেয়ার জন্য।” সংকটের সময় তার এই সাহায্যে তারা কৃতজ্ঞ। সতেন্দ্র জৈনর টুইটারের উত্তরে শাহরুখও লিখেছেন “প্রয়োজনে তিনি আবারও সাহায্য করতে প্রস্তুত আছেন।
Thanks For Visit Our Website
excellent content, i like it