Tui Jiboner Cheye Beshi Lyrics (তুই জীবনের চেয়েও বেশি) Baul Sukumar Samz Vai
Tui Jiboner Cheye Beshi Lyrics (তুই জীবনের চেয়েও বেশি) Baul Sukumar & Samz Vai New Song 2021. Tui Jiboner Cheye Beshi song is sung by Baul Sukumar. Tui Jiboner Cheye Beshi song is sung by Samz Vai. Tui Jiboner Cheye Beshi Bengali song lyrics written by Dewan Lalan Ahmed. Tui Jiboner Cheye Beshi Bangla Lyrics তুই জীবনের চেয়েও বেশি by Baul Sukumar & Samz Vai mp3 Song 2021.
Song : Tui Jiboner Cheye Beshi
Singer: Baul Sukumar & Samz Vai
Lyrics : Dewan Lalan Ahmed
Rap Lyrics : Samz Vai
Music : Ankur Mahamud
Tune : Shimul Dip Bijon
Directed by : Eagle Team
DoP : Johir Rayhan
Edit & Color : Bappi
Choreographed by : Md Ruhul Amin
Produced by : Kachi Ahmed
Label : Eagle Music
Language : Bengali
বন্ধুরে তোর জন্য পরাণ খুইলা দিসি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি।
তোর মুখটা আমার সব হাসি, সব খুশি
তুই যে আমার মনেরই সুখ, সারা দিবানিশি গো
তুই যে আমার মনেরই সুখ, সারা দিবানিশি,
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি।।
তোর কাজল কালো চোখ দেইখা
গলায় উঠলো ঢোক,
তোরে আসমানের চাঁদ পাইয়া দিমু
একলা করিস ভোগ,
আমার একতারা নাই
তবু তোরে শোনায় যেমন গান
তুই কান পাতিয়া রাখিস লগে হা হা
এক খিলি পান।
একটুখানি না দেখিলে লাগে হাঁসফাঁস
তুই আমার আশীর্বাদ, তুই সর্বনাশ,
তোর মুখটায় আমার সব হাসি, সব খুশি
তুই যে আমার মনেরই সুখ, সারা দিবানিশি,
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি।।
তোর অন্তরেতে একটু জায়গা
দিলেই আমি খুশি,
তোরে মাথায় তুইলা নিত্য করুম
লাগলে বারোমাসই,
তোরে তাজমহল না দিলেও কিন্তু
দিতে পারুম হাসি,
আর রাজি না হইলে আনুম
হ্যামিলনের বাঁশি।
পরাণ ছাড়া কেমনে আমি করি বসবাস
তোর জন্য সারাক্ষণ মন যে উদাস,
পরাণ ছাড়া কেমনে আমি করি বসবাস
তোর জন্য সারাক্ষণ মন যে উদাস,
মুখটায় আমার সব হাসি, সব খুশি
তুই যে আমার মনেরই সুখ, সারা দিবানিশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি।
তুই আসমান জমিন খুঁইজা দেখিস
ভালো কইরা খবরটা নিস,
আমি আইনা দিমু একটা সুখেরই আবাস।
জীবনটারে দিলে যদি বাঁচতো জীবন
তবে দিতাম জীবন,
তোর জীবনে বাঁচতাম দুইজন।
জীবনটারে দিলে যদি বাঁচতো জীবন
তবে দিতাম জীবন,
তোর জীবনে বাঁচতাম দুইজন।
তোর মুখটায় আমার সব হাসি, সব খুশি
তুই যে আমার মনেরই সুখ, সারা দিবানিশি গো
তুই যে আমার মনেরি সুখ, সারা দিবানিশি,
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি
তুই জীবনের জীবন, তার চেয়েও বেশি।।
তুই জীবনের চেয়েও বেশি লিরিক্স – বাউল সুকুমার ও সেমজ ভাই :
Bondhure tor jonno poran khuilya disi
Tui jiboner jibon taar cheye o beshi
Tor mukhta amar sob haasi sob khushi
Tui je amar moneri sukh sara dibanishi go
Tui jiboner jibon taar cheyeo beshi
Thanks For Visit Our Website
Are you concerned about the pet activities your pet when you are not present at…
What Exactly Is an Accident Attorney? An accident attorney is a specialized legal professional who…
Top 10 Must-Read Books for Book Lovers in 2024 For book enthusiasts, each new year…
Introduction to Layering: The Shirt Over a Hoodie Trend Layering is a timeless design approach…
What is Search Engine Marketing? Search engine marketing (SEM) refers to the practice of using paid…
The Path to Balanced Living: Astrology and Vastu Insights Welcome to the journey towards balanced…