করোনার কারনে শিক্ষা ব্যবস্থা অনেক পিছিয়ে পড়েছে তার সাথে ক্ষতি হচ্ছে পড়াশোনারও। করোনার কারনে এবছর পিইসি পরীক্ষা কেন্দ্রীয় ভাবে অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী।
আপনারা সবাই জানেন যে গত ১৭ই মার্চ থেকে কিন্তু বাংলাদেশে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এই করোনা নামক মহামারীর কারনে। তো এর পর থেকেই একটা চিন্তা ভাবনা ছিলো আগামী নভেম্বরে যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হওয়ার কথা ছিলো যে কিভাবে তা সম্পূর্ন করা হবে। তো এরই মধ্যে কিন্তু গত ১৭ই মার্চ পর্যন্ত যে ৫১ দিন ক্লাস হয়েছে যার ফলে তারা সম্পূর্ন সিলেবাসটি শেষ করতে পারে নি। যার প্রেক্ষিতে গত বুধবার অর্থাৎ ১৯ আগষ্ট এ প্রধান মন্ত্রীর দপ্তরে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে পাঁচটি বিকল্প দিয়ে তার ভিতর একটি ছিলো যেহেতু সম্পূর্ন সিলেবাসটি শেষ করা যায় নি সেজন্য এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কেন্দ্রীয় ভাবে না নিয়ে সেই পরীক্ষাটি স্ব স্ব স্কুলে যে সিলেবাসটি পড়ানো হয়েছে তার মধ্যে মূল্যায়ন করার। এছাড়া আরও কিছু প্রস্তাবনা ছিলো যেমন- স্কুল খুলবে কি না বিভিন্ন কিছু। তবে সেই প্রস্তাবনার উপরেই প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছে বলে জানানো হয়েছে এবং তার সার-সংক্ষেপ যে কপিটি কিছুক্ষন আগে সচিবালয়ে পৌছেছে বলে জানানো হয়েছে। সচিবের দপ্তরে এবং প্রতিমন্ত্রীর দপ্তরের বিভিন্ন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে হ্যা এটিতে প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন এবং আগামী নভেম্বরে যে পিইসি পরীক্ষা হওয়ার কথা ছিলো সেটি কেন্দ্রীয় ভাবে হবে না সেটি স্কুলে স্কুলে পরীক্ষার ভিত্তিতে মূল্যায়ন করা হবে।