ব্যাংক খোলা থাকবে সীমিত পরিসরে

ব্যাংক খোলা থাকবে সীমিত পরিসরে

Bangladesh

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সার্বিক কার্যাবলি/চলাচলে নিষেধাজ্ঞা আরোপ (লকডাউন) ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

আজ রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন লিংক

দেশে দ্বিতীয় দফার এই লকডাউনে সীমিত পরিসরে দেশের ব্যাংকিং ব্যবস্থা চালু থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকিং ব্যবস্থা সীমিত পরিসরে চালু থাকবে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে।
এ ছাড়া কাল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে যাত্রীবাহী বাস, লঞ্চ ও ট্রেন। সেইসঙ্গে স্বাস্থ্যবিধি মানাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

আর সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না।

অপরদিকে হোটেল-রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে না। তবে বাসায় পার্সেল নিয়ে নেওয়া যাবে।

তবে দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বইমেলা চলবে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *