শেরপুরের ঝিনাইগাথি উপজেলার গান্ধিগাও গ্রামের নজিমুদ্দিন। ভিক্ষে করেই চলতো তার জীবন। হতভঙ্গ মানুষ টিরও রয়েছে মানবিক দৃষ্টি ভঙ্গি। করোনা পরিস্থিতিতে গত এপ্রিলে নজিমুদ্দিন বাড়ী মেরামতের জন্য জমানো দুই মাসের ১০ হাজার টাকা উপজেলা প্রশাসনের অসহায় দের সহায়তা তহবীলে দান করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ভাইরাল হলে নজরে আসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তার দানশীলতায় মুগ্ধ হয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে জমি কিনে নজিমুদ্দিনকে তৈরি করে দেয়া হলো আদা পাকা বাড়ী। কর্মসংস্থানের জন্য একটি দোকানের পাশাপাশি আমৃর্ত পাবেন চিকিৎসা সেবাও।
প্রধানমন্ত্রীর এই সহায়তায় খুশি হয়ে নুজিমুদ্দিন বলেন- “প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমারে বাড়ি ঘর সব দিছে। আমি তো খুব খুশি তার উপর। তিনি আরও বলেন যে- আল্লাহ যেনো শেখ হাসিনাকে আরও অনেক বছর বাচিয়ে রাখেন।”
নজিমুদ্দিনের প্রশংসা করলেন এলাকাবাসীও। তারা জানিয়েছে যে, তার কাছ থেকে সবার শিক্ষা নেয়া উচিৎ। এভাবে যদি সবাই দুর্যোগের সময় এবং সব সময় যদি মানুষ মানুষের পাশে থাকে তাহলে এই পৃথিবী হবে মানবিকতার পৃথিবী।
রবিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে বাড়িটি হস্তান্তর করেন জেলা প্রশাসক।