ফেস মাস্ক পরার কারনে আপনার চশমা ঘোলা হয়ে যাচ্ছে? এর সমাধান কি? তাহলে এই পোষ্টটি আপনার জন্য।
ফেস মাস্ক পরার কারনে আপনার চশমা ঘোলা হয়ে যাচ্ছে? তাহলে এই তিনটি পরামর্শ আপনার জন্য:
পরামর্শ ১ঃ গুজে নেওয়ার পদ্ধতি:
মাস্ক চশমার কাচের উপরে থাকবে না, মাস্ক থাকবে চশমার নিচে। মাস্ক আগে পরে তা ভালো করে নাক এবং মুখের সাথে ভালো করে লাগিয়ে নিতে হবে। যাতে হাওয়া বের না হয়ে যেতে পারে।
পরামর্শ ২ঃ টিসু ব্যবহারের পদ্ধতি:
মাস্কের উপরের অংশের পিছনে টিসু লাগিয়ে নিন, যাতে করে বাষ্প দ্রুত শুষে নেবার জন্য।
পরামর্শ ২ঃ সাবান ব্যবহারের পদ্ধতি:
চশমার কাঁচ সাবান পানি দিয়ে ভালো ভাবে ধুয়ে নিন। এতে করে কাচের উপর বাষ্প ঠেকানোর একটা আস্তরণ তৈরি হয়ে যায়।
Your style is really unique compared to other folks
I’ve read stuff from. Thanks for posting when you’ve
got the opportunity, Guess I’ll just book mark this blog.