উপায় একাউন্ট খুলে পাওয়া যাবে ৫০টাকা বোনাস। উপায় একাউন্ট খোলার নিয়ম জানতে নিচে দেওয়া পদ্ধতি অনুসরণ করুন। এছাড়াও উপায় একাউন্ট ব্যবহারের চার্জ ও ফি সম্পর্কিত তথ্যও নিচে দেওয়া রয়েছে।
Table of Contents
উপায় অ্যাপ এ একাউন্ট খোলার সুবিধা
ঘরে বসেই মোবাইলের মাধ্যমেই উপভোগ করা যাবে উপায় অ্যাপ এর সকল সুবিধা। উপায় অ্যাপ এ একাউন্ট খোলার সুবিধাসমুহ হলোঃ
- সেন্ড মানিঃ দেশের যেকোনো প্রান্ত থেকে এক উপায় একাউন্ট হতে অন্য উপায় একাউন্ট টাকা পাঠানো যাবে।
- মোবাইল রিচার্জঃ উপায় একাউন্টের ব্যালেন্স ব্যবহার করেই করা যাবে মোবাইলে রিচার্জ
- ক্যাশ ইনঃ উপায় এজেন্ট পয়েন্টে গিয়ে খুব সহজেই ক্যাশ ইন করা যাবে উপায় মোবাইল ব্যাংকিংয়ে।
- ক্যাশ আউটঃ উপায় এজেন্ট পয়েন্ট থেকে যেকোনো সময় উপায় একাউন্ট হতে টাকা তোলা যাবে।
- পেমেন্টঃ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা উপায় মার্চেন্ট টাচপয়েন্টে খুব সহজেই করা যাবে পেমেন্ট।
- পে বিলঃ উপায় একাউন্টের মাধ্যমে গ্যাস ও ক্রেডিট কার্ড এর বিল পে করা যাবে।
- ফান্ড ট্রান্সফারঃ ব্যাংক বন্ধের দিনেও ব্যাংক একাউন্ট থেকে উপায় একাউন্টে টাকা ট্রান্সফার করা যাবে।
উপায় অ্যাপ ডাউনলোড – Upay App Download
বর্তমানে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর জন্যই উপায় অ্যাপটি বিদ্যমান। আইওএস ডিভাইস অর্থাৎ আইফোন এর জন্য উপায় অ্যাপটি এখনো চালু হয়নি। অ্যান্ড্রয়েড ফোনের জন্য উপায় অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
উপায় একাউন্ট খোলার নিয়ম – How To Open Upay Account
মোবাইল থেকেই খোলা যাবে উপায় একাউন্ট। মোবাইল থেকে উপায় একাউন্ট খুলতেঃ
- প্লে স্টোর থেকে উপায় অ্যাপটি ইন্সটল করুন
- উপায় অ্যাপে প্রবেশ করে Registration এ চাপ দিন
- আপনার মোবাইল নাম্বার ও মোবাইল নাম্বার এর অপারেটর নির্বাচন করুন
- উপায় এ্যাপ এ দেওয়া মোবাইল নাম্বারটি যদি সিমটি ফোনে অন অবস্থায় থাকে তাহলে আসা ওটিপি স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে
- এরপর আপনার ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর উভয় পিঠের ছবি তুলুন
- এনআইডি কার্ডের ছবি তোলার ক্ষেত্রে প্রথমে সামনের পিঠ ও এরপর পিছনের পিঠের ছবি তুলুন ও Done চাপুন
- এরপর ফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনার একটি সেল্ফি তুলুন ও Done চাপুন
- জাতীয় পরিচয়পত্রে থাকা তথ্যসমুহ সঠিকভাবে প্রদর্শন করছে কিনা তা ভালোভাবে যাচাই করে Confirm চাপুন
- এরপর আপনার উপায় একাউন্ট এর জন্য ৪ ডিজিটের পিন প্রদান করুন ও Confirm চাপুন
- সঠিকভাবে উপায় একাউন্ট রেজিস্ট্রেশন এর কার্যক্রম সম্পন্ন হলে Welcome To Upay লেখা দেখতে পাবেন
- উপায় একাউন্ট ব্যবহার করতে Get Started চাপুন
- এরপর লগিন স্ক্রিনে আসবে যেখানে আপনার মোবাইল নাম্বার ও ৪ডিজিটের পিন প্রদান করলেই উপায় একাউন্টে লগিন হয়ে যাবে।
উপায় একাউন্ট খুলে ৫০টাকা বোনাস পাওয়ার নিয়ম – Register Upay Account & Get TK 50 Bonus
নতুন উপায় একাউন্ট খুলে পাওয়া যাবে ৫০ টাকা বোনাস। উপায় একাউন্ট খুলে ৫০টাকা বোনাস পেতেঃ
- উপায় অ্যাপ ভ্যবহার করে ঘরে বসেই একাউন্ট খুললে ২৫টাকা ইন্সট্যান্ট ক্যাশ রিওয়ার্ড পাওয়া যাবে
- একাউন্ট খোলার প্রথম ৭দিনের মধ্যে প্রথমবার ৫০টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ করার মাধ্যমে পাওয়া যাবে আরো ২৫টাকা ক্যাশ রিওয়ার্ড।
উপায় একাউন্ট সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
উপায় একাউন্টে ক্যাশ আউট ফি কত টাকা?
উত্তরঃ উপায় একাউন্টে ক্যাশ আউট ফি প্রতি হাজারে ১৪ টাকা।
উপায় একাউন্টে সেন্ড মানি ফি কত টাকা?
উত্তরঃ উপায় একাউন্টে সেন্ড মানি সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে।
আরও টিপস এন্ড ট্রিকস পেতে এখানে ক্লিক করুন
Thanks For Visit Our Website