Adsense একাউন্ট বর্তমানে সোনার হরিনে পরিনত হয়েছে। এডসেন্স কি এবং কিভাবে এডসেন্স একাউন্ট খুলবেন বা এপ্রুভ করাবেন তা জানতে হলে পোষ্টটি সম্পূর্ণ পড়ুন আর আজই খুলে ফেলুন এডসেন্স একাউন্ট সম্পূর্ন ফ্রিতে।
এডসেন্স বা এডসেন্স একাউন্ট কি এবং কিভাবে কাজ করে?
এডসেন্স হলো গুগলের একটি প্রতিষ্ঠান। যা বিজ্ঞাপন বা মার্কেটিং নিয়ে কাজ করে। গুগল এডসেন্স মূলত দুই ভাবে কাজ করে একটি হলো এডভারটাইজার আর অন্যটি হলো পাবলিশার।
এডভারটাইজার হলো বিজ্ঞাপন দাতা বা যে বিজ্ঞাপন দেয়। অর্থাৎ ধরুন আপনি যদি আপনার কোনো পন্য বা ওয়েব সাইট বা ইউটিউব চ্যানেল এর বিজ্ঞাপন দেন তাহলে আপনি হলেন বিজ্ঞাপন দাতা বা এডভারটাইজার।
পাবলিশার হলো যে বিজ্ঞাপন দেখায়। অর্থাৎ ধরুন যদি আপনার কোনো ওয়েবসাইট বা কোনো ইউটিউব চ্যানেল থাকে আর আমি যদি অন্য কোনো কোম্পানির পন্য বা কোম্পানির বিজ্ঞাপন দেখান তাহলে আপনি হলেন পাবলিশার।
গুগল এডসেন্স এর মাধ্যমে গুগল বিজ্ঞাপন দাতা দের থেকে টাকা বা ডলার নেয় বিজ্ঞাপন দেখানোর জন্য আর গুগল এডসেন্স একাউন্ট এর মাধ্যমে ওয়েব সাইটে, ইউটিউবের ভিডিওতে, প্লে-স্টোরে, সফটওয়্যারে ইত্যাদি জায়গায় বিজ্ঞাপন দেখায়। এতে করে গুগল এডসেন্স পাবলিশার টাকা উপার্জন করে থাকে। কারন তাদের মাধ্যমে বা তাদের একাউন্ট এর মাধ্যমে বিজ্ঞাপন দেখানো হয়ে থাকে। ধরুন কোনো বিজ্ঞাপন দাতা ১০০ ডলার দিলো বিজ্ঞাপন দেখানোর জন্য এর থেকে প্রায় ৩২ থেকে ৫৫ শতাংশের মতো গুগল রেখে দেয় আর বাকি ডলার বা টাকা আপনাকে দেওয়া হয় আপনার কনটেন্ট এ বা পোষ্টে বিজ্ঞাপন দেখানোর জন্য।
গুগল এডসেন্স একাউট মুলত দুই ধরনের হয়ে থাকে। তা হলো একটি নন হোষ্টেড আর একটি হলো হোষ্টেড একাউন্ড। যেমন আপনি যদি ইউটিউবের মাধ্যমে গুগল এডসেন্স একাউন্ট খুলেন তাহলে তা হোষ্টেড হবে আর যদি আপনি কোনো ওয়েব সাইটের মাধ্যমে একাউন্ট খুলেন তাহলে তা হবে নন হোষ্টেড একাউন্ট। নন হোস্টেড একাউন্ট হোস্টেড একাউন্ট থেকে বেশি ডলার পেয়ে থাকে। নন হোস্টেড একাউন্টে প্রায় ৬৮ শতাংশ ডলার আপনাকে দেওয়া হয়ে থাকে। আর হোস্টেড একাউন্টে প্রায় ৪৫ শতাংশ ডলার দেওয়া হয়ে থাকে।
আমরা অনেকেই বলে থাকি গুগল কত ভিউ এর জন্য কত টাকা দিয়ে থাকে? কিন্তু সত্যিকারের কথা হলো এর কোনো নির্দিষ্ট ধরাবান্ধা নিয়ম নেই যে আপনাকে ১০০০ ভিউ এর জন্য একটা নির্দিষ্ট টাকাই দেওয়া হবে। গুগল এডসেন্স কয়েক টা ফেক্টরের উপর নির্ভর করে ডলার দিয়ে থাকে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ন বিয়ষ হলো দেশ এবং পোষ্ট এর টপিক এর উপর ভিত্তি করে।
এডসেন্স একাউন্ট কিভাবে খুলবেন এবং কি কি লাগবে?
প্রথমেই আসি এডসেন্স একাউন্ট খুলেতে কি কি লাগবে? এডসেন্স একাউন্ট খুলতে মূলত আপনার একটি ওয়েব সাইট বা একটি সফটওয়্যার বা একটি ইউটিউব চ্যানেল। এদের ভিতর থেকে কোনো একটি হলেই যদি সেটা গুগল এডসেন্স প্রোগ্রাম পলিসির সাথে ঠিক থাকে তাহলেই আপনি একটি এডসেন্স একাউন্ট খুলতে পারবেন।
আজকের পোষ্টে আমি বলবো কিভাবে ওয়েব সাইটের মাধ্যমে একটি এডসেন্স খুলতে পারেন। ওয়েব সাইট খোলার পর আপনাকে বেশ কিছু পোষ্ট লিখতে হবে। আর সেই পোষ্ট গুলো অবশ্যই ইউনিক হতে হবে। অর্থাৎ অন্য কারো ওয়েব সাইট বা অন্য কোথাও থেকে কপি করা যাবে না। পোষ্ট গুলো সম্পূর্ন আপনার নিজের লেখা হতে হবে। এমনকি আপনি কোনো কপি ছবিও ব্যবহার করতে পারবেন না।
ওয়েব সাইটের কনটেন্ট গুলো এমন হতে হবে যে তা সবাই পড়তে পারবে। সেখানে কোনো রকম ১৮+ কনটেন্ট দিতে পারবেন না। অসামাজিক কোনো ছবি ব্যবহার করতে পারবেন না। মানুষকে বিভ্রান্তিতে ফেলতে পারবেন না। সেখানে বিপদ জনক কোনো কনটেন্ট ব্যবহার করতে পারবেন না। গুগল এডসেন্স এর কনটেন্ট এর নিয়ম সর্ম্পকে বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকেঃ
Google Publisher Content Policies
তারপর আপনার ওয়েব সাইটে অবশ্যই About us, Contact Us, Privacy Policy ও Disclaimer এই পেজ গুলো থাকতে হবে। About us পেজে লিখবে আপনার ওয়েব সাইট সর্ম্পকে কেমন কনটেন্ট দেন কি কি বিষয়ে পোষ্ট করে থাকেন এগুলো। তার পর Contact Us পেজে লেখা থাকবে আপনার সাথে বা আপনার ওয়েব সাইটের মালিকের সাথে কিভাবে যোগাযোগ করতে পারবে বা আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারবেন। এরপর Privacy Policy অর্থাৎ আপনার ওয়েব সাইটে কিভাবে ভিজিটর দের Privacy Policy মেনে চলা হয় সেই সর্ম্পকে লেখা থাকবে। এটা আপনি গুগলে সার্চ দিয়ে আপনার ওয়েব সাইটের নাম দিয়েও তৈরি করে নিতে পারেন। এমন অনেক ওয়েব সাইট রয়েছে যারা এই সেবা কি ফ্রিতে দিয়ে থাকে। Disclaimer আপনি ব্যবহার করতেও পারেন আবার নাও করতে পারেন। কিন্তু ব্যবহার করলে ভালো।
আর হ্যা আপনার একাউন্ট টি যদি প্রথম বার এপ্রুভ না হয় তাহলে আপনি আবার আবেদন করতে পারবেন। আপনাকে ই-মেইল এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে কি কারনে এপ্রুভ করা হয় নি। সেই গুলো ঠিক করে আপনি আবার আবেদন করতে পারবেন যত বার ইচ্ছা আপনি আবেদন করতে পারবেন।
আপনি যে ই-মেইল ব্যবহার করবেন সেখানে যে বয়স দেয়া থাকে তা অবশ্যই আপনাকে ১৮ বছর পূর্ণ করে দিতে হবে কেননা আপনার বয়স যদি ১৮ বছর না হয় তাহলে আপনি গুগল এডসেন্স একাউন্ট এপুভ হবে না। আপনার বয়স যদি ১৮ বছর না হয় তাহলে আপনি আপনার পরিবারের বা অন্য কারো নাম এবং অন্যান্য তথ্য দিয়ে খুলতে পারেন।
আপনি যদি মনে করেন আমি এখন কোনো টাকা খরচ করতে চাচ্ছি না বা ফ্রিতে কাজ করতে চাচ্ছি তাহলে আপনি ব্লগার ব্যবহার করতে পারেন। যেখানে আপনি কোনো টাকা খরচ ছাড়াই একটি ফ্রি ওয়েব সাইট তৈরি করতে পারেন। আর সেখান থেকেও আপনি গুগল এডসেন্স এর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।
আপনাকে অবশ্যই গুগল এডসেন্স সাপোর্ট করে এমন ভাষায় ওয়েব সাইটে কনটেন্ট লিখতে হবে। এখন গুগল বাংলা ভাষাতে তৈরি করা ওয়েব সাইটেও এডসেন্স এপ্রুভ করে। তাই আপনি বাংলাতে ওয়েব সাইট তৈরি করেও গুগল এডসেন্স খুলতে পারেন।
আর এভাবে কাজ করলে আপনি একটি এডসেন্স একাউন্ট খুব সহজেই খুলতে পারবেন।
Hi there! This is my first visit to your blog! We are a group of volunteers and starting a new initiative in a community in the same niche. Your blog provided us beneficial information to work on. You have done a marvellous job!