Bajlo Tomar Alor Benu Lyrics (বাজলো তোমার আলোর বেণু) Debolina Nandy New Song 2021. Bajlo Tomar Alor Benu is sung by Debolina Nandy. Bajlo Tomar Alor Benu Bengali song lyrics were written by Banikumar. Bajlo Tomar Alor Benu mp3 song lyrics. New Puja Song Bajlo Tomar Alor Benu Lyrics.
Singer: Debolina Nandy
Music Recreated by: Arghya Pallab
A film by Papan
D.O.P: Partha dam
Sm STUDIO FILM & MUSIC
Language : Bengali
Bajlo Tomar Alor Benu Lyrics (বাজলো তোমার আলোর বেণু) Debolina Nandy :
বাজলো তোমার আলোর বেণু
মাতলো রে ভুবন
বাজলো তোমার আলোর বেণু
আজ প্রভাতে,
সে সুরও শুনে খুলে দিনু মন।
বাজলো, বাজলো
বাজলো তোমার আলোর বেণু,
অন্তরে যার লুকিয়ে রাজে
অরুণ-বীণায় সে সুর বাজে
সেই আনন্দ’যজ্ঞে সবার মধুর আমন্ত্রণ।
মাতলো রে ভুবন,
বাজলো তোমার আলোর বেণু
আজ সমীরণ আলোয় পাগল
নবীনও সুরেরও লীলায়,
আজ শরতে আকাশবীণায়
গানের মালা বিলায়।
তোমায় হারা জীবনও মম
তোমারই আলোয় নিরুপম
ভোরেরও পাখি ওঠে গাহি
তোমারই বন্দন।
মাতলো রে ভুবন,
বাজলো তোমার আলোর বেণু
বাজলো, তোমার, আলোর বেণু
বাজলো তোমার আলোর বেণু লিরিক্স – ডেবোলিনা ন্যান্ডে :
Bajlo tomar alor benu
Matlo re bhubon
Bajlo tomar alor benu
Aaj probhate se shuro shune
khule dinu mon
Bajlo Bajlo
Bajlo tomar alor benu
Aj samiron aaloy pagol
Nabino shurero lilay
Aaj shorote akasho binay
ganero mala bilay
Tomay hara Jibono mamo
Tomari aloy nirupomo
Bhorero pakhi uthe gahi
tomari bondon
Thanks For Visit Our Website