বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। রাজস্ব খাতের ৪টি পদে ১৪ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ৫ জুলাই। আবেদন করা যাবে আগামী ১২ আগস্ট পর্যন্ত।
Table of Contents
পদের নাম ও পদসংখ্যা
১. পদের নাম ব্যক্তিগত সহকারী। পদের সংখ্যা ১। বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা। প্রার্থীকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ।
২. পদের নাম ডেটা এন্ট্রি অপারেটর। পদের সংখ্যা ২। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা। প্রার্থীকে বিজ্ঞানে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পাস হতে হবে। কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
৩. পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা ৫। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা। প্রার্থীকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পাস হতে হবে। কম্পিউটার টাইপিংয়ে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
৪. পদের নাম নমুনা সংগ্রহ সহকারী। পদের সংখ্যা ৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা। প্রার্থীকে বিজ্ঞানে দ্বিতীয় বিভাগে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পাস হতে হবে। কম্পিউটার চালাতে জানতে হবে।
আবেদনের বয়স
এ বছরের ৩০ জুন প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান-পোষ্যদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://bfsa.teletalk.com.bd) ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। আবেদনপত্র পূরণ করে আগামী ১২ আগস্ট পর্যন্ত জমা দিতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
আবেদন ফি
আবেদনপত্র পূরণের ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১১২ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল সংযোগের মাধ্যমে জমা দিতে হবে।
Thanks For Visit Our Website