Download Now Blank Covid-19 Tika Registration Card. ব্ল্যাংক কোভিড-১৯ টিকার রেজিস্ট্রেশন কার্ড আজকাল আমাদের প্রায়ই প্রয়োজন হচ্ছে তাই এই ব্ল্যাংক টিকার কার্ডটি ডাউনলোড করার জন্য নিচের দেওয়া ডাউনলোড বাটনে ক্লিক করুন।
আমাদের প্রায়ই এখন এই ব্ল্যাংক কার্ডটি প্রয়োজন হচ্ছে যেমনঃ এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষার্থীদের টিকার ক্ষেত্রে অনেকেরই ভোটার আইডি বা ন্যাশনাল আইডি কার্ড নেই তাই তারা সুরক্ষা অফিসিয়াল ওয়েব সাইট থেকে সরাসরি টিকার জন্য আবেদন করতে পারছে না তাই তারা এই ব্ল্যাংক টিকা কার্ডটি দিতে কর্তৃপক্ষ দ্বারা টিকা দিতে পারছেন।
এছাড়াও টিকার এই ব্ল্যাংক কার্ডটি দিয়ে গনটিকার দেওয়ার জন্য কাজ হয়ে থাকে কারণ তখন তারা অনেকেই রেজিষ্ট্রেশন ছাড়াই টিকা গ্রহন করেন এবং কর্তৃপক্ষ তাদের থেকে প্রয়োজনীয় তথ্য সেখানে নিয়ে রাখে এবং পরে তা অফিসিয়াল ওয়েবসাইটে এন্ট্রি করা হয়।
সাধারন নির্দেশনাবলী
- কোভিড-১৯ টিকার ১ম ও ২য় ডোজ নেওয়ার জন্য নির্দিষ্ট তারিখে ও নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে টিকার কার্ড সাথে নিয়ে যাবেন।
- টিকা দেওয়ার পর কোন সমস্যা/অসুবিধা হলে সাথে সাথে টিকাদানকারী খবর দিন।
- টিকা দেওয়ার পূর্বে এস.এম.এস এর মাধ্যমে টিকা কেন্দ্র ও টিকা প্রদানের তারিখ জানানো হবে।
- টিকা দেওয়া শেষ হলেও ভবিষ্যৎ প্রয়োজনে টিকা কার্ডটি সংরক্ষন করুন।
- টিকা কার্ডটি হারিয়ে গেলেও WWW.surokkha.gov.bd থেকে টিকা কার্ডটি সংগ্রহ করা যাবে।
- কোভিড-১৯ টিকার ২টি ডোজ সম্পন্ন হলে WWW.surokkha.gov.bd থেকে টিকা সনদ ও টিকা সনদ কার্ড বের করা যাবে।
- কোভিড-১৯ টিকা পেলেও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলুন।
To Blank Covid-19 Tika Registration Card Click on Download Button
Thanks For Visit Our Website
1 thought on “Download Blank Covid-19 Tika Registration Card (ব্ল্যাংক কোভিড-১৯ টিকার রেজিস্ট্রেশন কার্ড)”