বিকাশ রিওয়ার্ড কি ও কিভাবে পাবো?

বিকাশ থেকে রিওয়ার্ড গ্রহণ করবো কিভাবে? How to Collect Bkash Reward? 2023

Tips and Tricks

আজকে আমরা জানবো কিভাবে বিকাশ রিওয়ার্ডস অর্থাৎ বিকাশ ব্যাবহার করার ফলে যে বিকাশ রিওয়ার্ড পয়েন্ট জমা হয় তা সংগ্রহ করবো কিভাবে।

বর্তমান বিকাশ বাংলাদেশ এর সবচয়ে বেশি ব্যবহৃত মোবাইল ব্যাংকিং অপারেটর। আর এই বিকাশ এখন প্রায় সময়ই অফার দিয়ে থাকে যাতে করে তারা বাজারে টিকে থাকতে পারে। আর সেই অফার গুলোর মধ্যে বিকাশ রিওয়ার্ডস একটি।

বিকাশ রিওয়ার্ড সম্পর্কে বিস্তারিত জানতে নিচের পোষ্টটি পড়ুন।

বিকাশ রিওয়ার্ড কি ও কিভাবে পাবো?

 

বিকাশ থেকে রিওয়ার্ড গ্রহণ করবো কিভাবে? How to Collect Bkash Reward?

১। প্রথমে বিকাশ অ্যাপ এ আপনার বিকাশ একাউন্ট লগ ইন করুন।

বিকাশ থেকে রিওয়ার্ড গ্রহণ করবো কিভাবে? How to Collect Bkash Reward? 2022

২। তারপর বিকাশ রিওয়ার্ড বাটন এ ক্লিক করুন এবং সব দেখুন বাটনে ক্লিক করুন। এখানে আপনি আপনার বর্তমান বিকাশ রিওয়ার্ড পয়েন্ট দেখতে পারবেন, আপনি কোন মেম্বার এর আওতাধীন, আরও কত পয়েন্ট অর্জন করলে কোন মেম্বারশিপ এ যাবেন ইত্যাদি।

বিকাশ থেকে রিওয়ার্ড গ্রহণ করবো কিভাবে? How to Collect Bkash Reward? 2022

৩। এরপর আপনার পয়েন্ট অনুযায়ী রিওয়ার্ড সংগ্রহ করার অপশন গুলো খুলে দেওয়া হবে।

বিকাশ থেকে রিওয়ার্ড গ্রহণ করবো কিভাবে? How to Collect Bkash Reward? 2022

৪। আপনি আপনার পছন্দ অনুযায়ী রিওয়ার্ড সংগ্রহ অপশন এ ক্লিক করেন।

বিকাশ থেকে রিওয়ার্ড গ্রহণ করবো কিভাবে? How to Collect Bkash Reward? 2022

৫। এরপর পরবর্তী অপশন এ আপনার থেকে জানতে চাওয়া হবে যে আপনি কি বিকাশ রিওয়ার্ড সংগ্রহ করতে চান? আপনি হ্যা অপশন এ ক্লিক করুন।

বিকাশ থেকে রিওয়ার্ড গ্রহণ করবো কিভাবে? How to Collect Bkash Reward? 2022

৬। অভিনন্দন। আপনি সফল ভাবে রিওয়ার্ড সংগ্রহ করতে পেরেছেন।

Thanks For Visit Our Website

1 thought on “বিকাশ থেকে রিওয়ার্ড গ্রহণ করবো কিভাবে? How to Collect Bkash Reward? 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *