Mon Hare Lyrics (মন হারে) Mahtim Shakib & Dristy Anam New Song 2021. Mon Hare song is sung by Mahtim Shakib. Mon Hare song is sung by Dristy Anam. Mon Hare Bengali song lyrics written by Shibabrata Biswas. Mon Hare Bangla Lyrics মন হারে by Mahtim Shakib & Dristy Anam mp3 Song 2021.
Song : Mon Hare
Singer : Mahtim Shakib and Dristy Anam
Lyrics : Neel Mahabub
Tune and Music : Asheq Manzur
Dop : Julfiker Rahaman Rifat
Edit,Color : Rafsaan Chowdhury
Video Direction : Mahtim Shakib
Label : 3p Production
Language : Bengali
Mon Hare Lyrics (মন হারে) Mahtim Shakib & Dristy Anam:
চলে যাওয়া পথ যদি ফিরে আসা হতো
গল্পেরা কথা মেঘ বৃষ্টি ঝরাতো,
ভুলে ভালে গল্পটা যদি ফুল হত
প্রজাপতি ঘ্রাণে নয় রঙেও হারাতো।
মনে পড়ে মন হারে মন উড়ে যায়
বৃষ্টির ছাঁট রোজ দু’চোখ ভেজায়,
মনে পড়ে মন হারে মন পুড়ে যে যায়
সকালের সোনা রোদ আমাকে ভাবায়।।
হাতটা ছুঁয়ে হাতের গভীরে
কেউ হেঁটে যায় খুব যতনে,
মেঘের ভেলায় ভাসে রূপকথা
ছুঁতে গেলে হায় কেন শূন্যতা।
চোখে চোখে কল্পনা যদি ঠোঁট ছুতো
ভালোবেসে সূর্যটা সন্ধ্যা রাঙ্গাতো।
মনে পড়ে মন হারে মন পুড়ে যায়
আয়নায় গল্পটা স্মৃতিতে হারায়,
মনে আছো মনে থাকো মন ভেসে যে যায়
একটা গোলাপ রোজ আমাকে সাজায়।।
আকাশ ছুঁয়ে মেঘের উঠোনে
চরকা কাটে কেউ খুব গোপনে,
ঘুমটা ছুঁয়ে স্বপ্ন যে হাজার
কেউ হয়ে যাক শুধু যে আমার।
না বলা কথা যদি বলা হয়ে যেতো
মান ভুলে অভিমান আবেগে হারাতো।
মনে পড়ে মন হারে মন উড়ে যায়
বৃষ্টির ছাঁট রোজ দুচোখ ভেজায়,
মনে পরে মন হারে মন পুড়ে যে যায়
সকালের সোনা রোদ আমাকে ভাবায়।।
মন হারে লিরিক্স – মাহতিম সাকিব ও দৃষ্টি আনাম :
Chole jaowa poth jodi phire asa hoto
Golpera kotha megh bristi jhorato
Bhule bhale golpota jodi ful hoto
Projapoti ghrane noy rongeo harato
Mone pore mon hare mon ure jaay
Brishtir chaat rooj duchokh vejay
Mone pore mon hare mon ure jay
Sokaler sona rod amake vabay
Thanks For Visit Our Website
4 thoughts on “Mon Hare Lyrics (মন হারে) Mahtim Shakib & Dristy Anam New Song”