Tumi Nei Kothao Lyrics (তুমি নেই কোথাও) Mahtim Shakib Song

Tumi Nei Kothao Lyrics (তুমি নেই কোথাও) Mahtim Shakib Song

Lyrics

Tumi Nei Kothao Lyrics (তুমি নেই কোথাও) Mahtim Shakib New Song 2021. Tumi Nei Kothao is sung by Mahtim Shakib. Tumi Nei Kothao Bengali song lyrics written by Prosenjit Ojha. Tumi Nei Kothao Bangla Lyrics (তুমি নেই কোথাও) by Mahtim Shakib mp3 Song 2021.

Song : Tumi Nei Kothao
Drama : Lal Tip
Singer : Mahtim Shakib
Lyrics : Prosenjit Ojha
Compositions : Shovon Roy
Direction : Durjoy Raju
Cinematographers : B.S Jewel
Edit & Color : Robiul Hasan Shohel & Parvez Alam
Published By : Studio ProtuneBD
Label : Protune

Language : Bengali

Tumi Nei Kothao Lyrics (তুমি নেই কোথাও) Mahtim Shakib :

কাঁশ বনে সাদা শাড়ি
লাল টিপ উধাও,
চোঁরা কাঁটা মন জুড়ে
তুমি নেই কোথাও।

দেখা হবে ভেবে ভেবে
রোজ একা পথ হাঁটি,
আনমনে কত কি দেখে
দুটি চোখে স্মৃতি বাঁটি।
ভুলে যাবো কোন ভুলে
কিছু বলে গেলেনা,
তুমি ছাড়া কিছু আমার
আর ভালো লাগেনা।।

স্বপ্ন আসে শুন্য ঘরে
কোনো রঙে সাজেনা,
ধরতে গেলে মেশে হাওয়ায়
কোনো সুরে বাজেনা।
রাত জেগে ঘুরে আসি
অতীতের ঘটনায়,
কি কারনে পর হলে
হিসাব মেলেনা।।

মেঘ ছুঁয়ে মন ওড়ে
বরষায় ভেজেনা,
প্রিয় নদী চোখের পাতায়
কেউ আর খোঁজেনা।

একা একা দিন গুনি
বিরহের জানালায়,
ভোর আসে আলো হাসে
দুয়ার খোলেনা।

কাঁশ বনে সাদা শাড়ি
লাল টিপ উধাও,
চোঁরা কাঁটা মন জুড়ে
তুমি নেই কোথাও।

দেখা হবে ভেবে ভেবে
রোজ একা পথ হাঁটি,
আনমনে কত কি দেখে
দুটি চোখে স্মৃতি বাঁটি।
ভুলে যাবো কোন ভুলে
কিছু বলে গেলেনা,
তুমি ছাড়া কিছু আমার
আর ভালো লাগে না।।

 

 

তুমি নেই কোথাও লিরিক্স – মাহাতিম শাকিব :

Kash bone sada shari
Laal teep udhao
Chora kata mon jure
Tumi nei kothao
Dekha hobe vebe vebe
Rooj eka poth haati
Aanmone koto ki dekhe
Duti chokhe smriti baati
Bhule jabo kon bhule
Kichu bole gelena
Tumi chara kichu amar
Aar valo laagena

Thanks For Visit Our Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *