Poth Jar Thikana Lyrics (পথ যার ঠিকানা) Gully boy Rana New Song

Poth Jar Thikana Lyrics (পথ যার ঠিকানা) Gully boy Rana New Song

Lyrics

Poth Jar Thikana Lyrics (পথ যার ঠিকানা) Gully boy Rana New Bangla rap Song 2020. Poth Jar Thikana song is sung by Rana. Poth Jar Thikana Bengali song lyrics written by Tabib Mahmud. Poth Jar Thikana Bangla Lyrics (পথ যার ঠিকানা) by rana mp3 Song 2020.

 

Song: Poth Jar Thikana (পথ যার ঠিকানা)
Singer : Rana & GMAshraf
Lyrics : Tabib Mahmud
Music Producer: Subhro Raha (L.M.G Beats)
Production: Niloy’s Production
Channel: BlackBoardMusic
Language : Bengali

Poth Jar Thikana Lyrics (পথ যার ঠিকানা) Gully boy Rana :

পথ যার ঠিকানা সেই তো পথিক
কোথায় বিছানা তার যানে না সঠিক (2x)

অনেক তো হলো আমি রানা আজ স্কুলে যাই আসি ভাড়ি বেগে নিয়ে কিছু বই
রাস্তার দুই ধারে বাকিরা নানা নেশা করে,
পৃথিবীতে মোরা আজ কেউ কারো নই
মারুফকে দেখি আমি কলাভবনের নিচে ওর পিঠে নেই কেনো স্কুল বেগ
প্রশ্নের উত্তর যদি চাও দিতে,
তবে জীবনের সাথে করো জীবনকে ট্যাগ
বৃত্তবান তুমি টাকার জন্য শুধু গুরছো যেখানে তুমি দেখতে পাচ্ছো 
বন্ধু বলো আজ কত টাকা হলে তুমি বুঝবে
যাকাতের ফিতা কেটে হৃদয়টা মুছবে
শুনবে আমাদের খুদার আর্তনাথ
কেটে যাবে এই ঘোর আমাবস্যার রাত
কথা ছিলো পেলে এই দামি মানচিত্র
বদলাবে আমাদের জীবনের চিত্র

পথ যার ঠিকানা সেই তো পথিক
কোথায় বিছানা তার যানে না সঠিক (2x)

আজ আমি কৃতজ্ঞ সকলের তোরে,
তবে মাঝে মাঝে মনে হয় সার্থপর আমি
একা একা স্কুলে যাচ্ছি খাচ্ছি আর আধুনিকতার সাথে মানিয়ে নিচ্ছি
টিএসসি কার্জনে বন্ধুরা ফুল নিয়ে এখনো ছুটে সদা তোমার পিছু
হয়তো তোমার খুব দয়া মায়া বেশি তাই মানিব্যাগ বের করে টাকা দিলে কিছু
কিন্তু দিনের শেষে ওরা পথশিশু,
আর পর দিন সকালেও বেচবে ফুল।।
মাঝ সাগরের বুকে ভাসছে সবাই,
আহা ধিরে ধিরে ডুবে যাবে হারিয়ে কুল
আহা হারিয়ে কুল
ওরা মাঝ সাগরের বুকে হাবু ডুবু খাচ্ছে
তোমাদের দেখছে
প্রেমিকার হাত ধরে প্রেমিকেরা যাচ্ছে
একটি পথের শিশু আনমনে ভাবছে

পথ যার ঠিকানা সেই তো পথিক
কোথায় বিছানা তার যানে না সঠিক (4x)

 

পথ যার ঠিকানা লিরিক্স-  রানা :

Poth jar thikana sei to pothik
Kothay bichana tar jane na sothik

Onek to holo ami rana aj school a jai asi vari bag a niye kichu boi
Rastar dui dhare bakira nana nesha kore
Prithibite mora aj kew karo noi

Thanks For Visit Our Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *