Shadhinota Tumi Lyrics (স্বাধীনতা তুমি) Apel Mahamud Independence Day Song

Shadhinota Tumi Lyrics (স্বাধীনতা তুমি) Apel Mahamud Independence Day Song

Lyrics

Shadhinota Tumi Lyrics (স্বাধীনতা তুমি) Apel Mahamud Independence Day Song 2020. Shadhinota Tumi song is sung by Apel Mahamud. Shadhinota Tumi Bangla Lyrics (স্বাধীনতা তুমি) by Shamsur Rahman mp3 Song 2020.

 

Song : Shadhinota Tumi (স্বাধীনতা তুমি)
Singer : Apel Mahamud
Lyric : Shamsur Rahman
Tune : Prince Kabir
Album : Apel Mahamud The Legend-Vol-1
Language : Bengali
Label : G Series

Language : Bengali

Shadhinota Tumi Lyrics (স্বাধীনতা তুমি) Apel Mahamud :

স্বাধীনতা তুমি
রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।
স্বাধীনতা তুমি
কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-
স্বাধীনতা তুমি
শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা
স্বাধীনতা তুমি
পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল।

স্বাধীনতা তুমি
ফসলের মাঠে কৃষকের হাসি।
স্বাধীনতা তুমি
রোদেলা দুপুরে মধ্যপুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার।
স্বাধীনতা তুমি
মজুর যুবার রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশী।
স্বাধীনতা তুমি
অন্ধকারের খাঁ খাঁ সীমান্তে মুক্তিসেনার চোখের ঝিলিক।
স্বাধীনতা তুমি
বটের ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর
শানিত কথার ঝলসানি-লাগা সতেজ ভাষণ।
স্বাধীনতা তুমি
চা-খানায় আর মাঠে-ময়দানে ঝোড়ো সংলাপ।
স্বাধীনতা তুমি
কালবোশেখীর দিগন্তজোড়া মত্ত ঝাপটা।
স্বাধীনতা তুমি
শ্রাবণে অকূল মেঘনার বুক
স্বাধীনতা তুমি পিতার কোমল জায়নামাজের উদার জমিন।
স্বাধীনতা তুমি
উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাঁপন।
স্বাধীনতা তুমি
বোনের হাতের নম্র পাতায় মেহেদীর রঙ।
স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জ্বলজ্বলে এক রাঙা পোস্টার।
স্বাধীনতা তুমি
গৃহিণীর ঘন খোলা কালো চুল,
হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম।
স্বাধীনতা তুমি
খোকার গায়ের রঙিন কোর্তা,
খুকীর অমন তুলতুলে গালে
রৌদ্রের খেলা।
স্বাধীনতা তুমি
বাগানের ঘর, কোকিলের গান,
বয়েসী বটের ঝিলিমিলি পাতা,
যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা।

 

স্বাধীনতা তুমি লিরিক্স- আপেল মাহমুদ :

Shadhinota Tumi
Robithakurer ojor kobita, obinashi gaan
Shadhinota tumi
Kazi Nazrul jhakra chuler babri dolano
Mohan purush, sristy sukher ullase kapa
Shadhinota tumi
Sohid minare omor ekushe Februarir ujjal sova
Shadhinota tumi
Potaka-shovito slogaan-mukhor jhajhalo michil

 

Thanks For Visit Our Website

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *