আপনার সাথে এমনটা কত বার হয়েছে যে আপনি হয়তো সবে মাত্র ২ দুই দিন হলো সকালে উঠে দৌড়াতে যেতে শুরু করেছেন তো হঠাৎ একদিন কোনো বন্ধুর সাথে দেখা হয় আর কথায় কথায় বলে ফেললেন যে আমি রোজ সকালে দৌড়াতে শুরু করেছেন এবার আমি ১ মাসের ভিতর ৫ কেজি ওজন কমিয়েই ছাড়বো। আপনার সেই বন্ধু বললো বাহ্ সেরা তো আমিও মাঝে বেশ কয়েক বার চেষ্টা করেছিলাম কিন্তু কয়েক দিন যাওয়ার পর এতো খারাপ লাগে আর চালিয়ে যেতে পারি না। আর কয়েক দিন পর আপনিও কোনো কারনে আর সকালে দৌড়াতে যেতে পারেন না। এমন টা কেনো হয় জানেন?
গভেষনা বলছে যখন আমরা আমাদের ভবিষ্যতের বিষয়ে আলোচনা করি আর সেই সময় থেকেই আমাদের মনে একটা তৃপ্তি বা গর্বিত অনুভব কাজ করতে শুরু করে দেয়। সেটা আসলে সেই গোল টা অর্জন করার পর হওয়ার কথা তার সাথে প্রায় একই রকম। যার ফলে সেই ভবিষ্যৎ গড়ার আগেই সেই বিষয়ে আলোচনা করেই সেই অর্জন করার তৃপ্তিটা পেয়ে যাই তখন সেই কাজ টা করার মোটিভেশন অনেক খানি কমে যায়। ফলে সেই কাজটা করার জন্য আমরা বেশি পরিশ্রম করাই বন্ধ করে দেই। সামাজিক গভেষকরা একে বলেন “সোস্যাল রিয়েলিটি”। তাই বুদ্ধিমানের কাজ এটাই সেই কাজটা সম্পূর্ণ হওয়ার পরই খুব প্রয়োজন হলে সেই বিষয় নিয়ে আলোচনা করা উচিৎ। আর আপনি যদি বড় বড় স্বপ্নের কথা বলেন আর পরে সেই স্বপ্ন বা কাজ করে সফল না হতে পারলে এমন অনেক মানুষ আছে যারা সুযোগ পেলেই আপনার সেই কথা নিয়ে মজা করবে।
১. আপনার ভবিষ্যতের লক্ষ্যগুলি কখনই শেয়ার করবেন নাঃ
হয়তো আপনি আপনার এক বন্ধু প্রায়ই এদিক ওদিক প্রায়ই খেতে বা গুরতে প্রায়ই বের হোন