ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম মন বুঝে কীভাবে অটো সাজেশান পাঠায়?

ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম মন বুঝে কীভাবে অটো সাজেশান পাঠায়?

REVIEWS Tech

আপনি কি কখনও চিন্তা করে দেখেছেন ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম মন বুঝে কীভাবে অটো সাজেশান পাঠায়? প্রতিদিন আপনার হয়ে লাখ লাখ ছোটখাট সিন্ধান্ত কে নিচ্ছে? আপনি অনলাইনে চার্জ  করে কি দেখবেন বা সোশাল মিডিয়ায় কী দেখবে তার সব কিছু ঠিক করে দেয় একটি অ্যালগরিদম। চলুন আজকে আমরা জানবো কিভাবে ফেসবুক, গুগল, ইনস্টাগ্রাম এবং অন্যান্য  বুঝে কীভাবে অটো সাজেশান পাঠায়?

অ্যালগরিদম বলতে কি বোঝায়?

খুব সহজ কথায় অ্যালগরিদম হলো এক গুচ্ছ নির্দেশনা। ধরুন কারখানায় একটি রোবট তৈরি করা হচ্ছে। কাজটা করছে কম্পিউটার তাকে দেওয়া কিছু কোডযুক্ত নির্দেশনা ব্যবহার করে। অর্থাৎ রোবটের চোখের রঙ যদি হলুদ হয়, কম্পিউটার তাকে লাল রঙ করবে। কিন্তু কম্পিউটার জানে তার চোখের রঙ ধূসর হলে তাকে নীল রঙ করতে হবে। অনলাইনে অ্যালগরিদম তৈরি করা হয় “যদি এটা হয়” তবে “ওটা করবে” নীতিতে। আপনার সোশাল মিডিয়া ফিড দেখুন, সেখানে আপনাকে যেসব কন্টেন্ট আপনাকে অনলাইনে ব্যস্ত রাখবে সেইসব কন্টেন্ট আপনাকে দেখানো হবে। অ্যালগরিদম যদি বুঝে আপনার কুকুর পছন্দ তাহলে আপনাকে আরও অনেক কুকুর দেখাবে সে। আপনি কোন এক জাতের কুকুরে ক্লিক করলে আপনাকে আরও ঐ জাতের কুকুর দেখাবে। অ্যালগরিদম ম্যাপ পুরো পথের এক মাথা থেকে অন্য মাথা দেখতে পায়। সে সহজ পথে তথ্য পৌছায় কিন্তু পথে জট থাকলে তা এড়িয়ে তথ্য পৌছে দেয়। প্রায়শই বিশাল পরিমাণ তথ্য ঘেটে সে কাজটা করে দেয় মাত্র কয়েক সেকেন্ডে। কিন্তু আমাদের জীবন এখন এতোটাই অনলাইন নির্ভর হয়ে গেছে যে, সমালোচকরা অ্যালগরিদম কিভাবে কাজ করে সে বিষয়ে আরও স্বচ্ছতা চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *